শিরোনাম

নরসিংদীতে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া জানান, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায় দুই শিশু। স্থানীয় লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, শিশুদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button