শিরোনাম
হবিগঞ্জে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশওগ্রেপ্তার ৯ শিশুর বিষয়ে তদন্তের নির্দেশরাষ্ট্রের মূলনীতি নিয়ে মতানৈক্য, ৩১ জুলাইয়ের আগেই সিদ্ধান্ত জানাবে কমিশনজুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে: আখতার হোসেনমাদারগঞ্জ মডেল থানার সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরুচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধশেরপুরে বিএনপির সদর উপজেলা ও শহর কমিটি ঘোষণাসিঙ্গিয়া স্টেশনের সব ফ্যান খুলে নিয়ে গেল রেলওয়ের বিদ্যুৎ বিভাগ, দুর্ভোগে যাত্রী-কর্মীরাচামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধন

উজিরপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

উজিরপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

Ajker Patrika

উজিরপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৯: ২৬

Photo

গ্রামবাসী শাহরিয়ার শিমুলকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুরে শাহ আলম (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গ্রামবাসী ছেলে শাহরিয়ার শিমুলকে (৩৫) ধরে পুলিশের হাতে তুলে দেন।

প্রতিবেশীরা জানান, শিমুল অনেক দিন ধরে মাদকাসক্ত। এ কারণে বাবা-ছেলের প্রায়ই ঝগড়াবিবাধ হতো। আজ সকালে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জেরে বিকেলে ধারালো অস্ত্র দিয়ে শিমুল তাঁর বাবার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।

প্রতিবেশী শামসুল হক জানান, দিনমজুর শাহ আলম দুই বিয়ে করেছেন। শিমুল তাঁর প্রথম পক্ষের সন্তান। আগে ছেলের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কয়েক বছর আগে শিমুল মাদকাসক্ত হয়ে পড়লে বাবা-ছেলের সম্পর্ক খারাপ হতে শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button