শিরোনাম
বিলুপ্তির কিনার থেকে ফিরে এল কখনো পোষ না মানা বুনো ঘোড়ার জাতঘুষ নেওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তা বরখাস্তহবিগঞ্জে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশওগ্রেপ্তার ৯ শিশুর বিষয়ে তদন্তের নির্দেশরাষ্ট্রের মূলনীতি নিয়ে মতানৈক্য, ৩১ জুলাইয়ের আগেই সিদ্ধান্ত জানাবে কমিশনজুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে: আখতার হোসেনমাদারগঞ্জ মডেল থানার সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরুচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধশেরপুরে বিএনপির সদর উপজেলা ও শহর কমিটি ঘোষণা

বিশ্বকাপের আগে বিসিবিকে নান্নুর বিশেষ পরামর্শ

বিশ্বকাপের আগে বিসিবিকে নান্নুর বিশেষ পরামর্শ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে হলে বাংলাদেশ দলকে ভালো উইকেটে খেলে যাওয়া উচিত বলে মনে করেন নান্নু। আজ মিরপুরে ম্যাচ রেফারিদের কর্মশালায় অংশগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সেরা দল সব সময়ই খেলবে। সেরা সমন্বয় নিয়ে বিশ্বকাপে যাওয়া দরকার। কোন কন্ডিশনে কীভাবে খেলে এগোবে সেটা চিন্তা করতে হবে। বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেট, ট্রু উইকেটে খেলে নিজেদের তৈরি করে যাওয়া উচিত।’

সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ২–১ ব্যবধানে জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষার সঙ্গে একমত নন নান্নু, ‘যেকোনো সিরিজ জয় পরের সিরিজ খেলতে আত্মবিশ্বাস জোগায়। আমার মনে হয় শেষ ম্যাচে অনক পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। মনে হয়েছে ওই ম্যাচে পরীক্ষানিরীক্ষা না করলেও হতো। এখানে সুযোগ ছিল সিরিজটা ভালোভাবে শেষ করার। তবু বলব সামনে বেশি সময় নেই, সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ। ২০ জনের একটা দল তৈরি করে এগোনো উচিত।’

নান্নু জানালেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁরা শুরু করবেন ২০২৫ এনসিএল টি-টোয়েন্টি। গতবার শুধু সিলেটে হলেও এবার টুর্নামেন্টটি তিন ভেন্যুতে আয়োজনের চিন্তা বিসিবির।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button