শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

সোবার্স-ক্যালিসের ক্লাবে স্টোকস, ভারতকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

সোবার্স-ক্যালিসের ক্লাবে স্টোকস, ভারতকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

Ajker Patrika

সোবার্স-ক্যালিসের ক্লাবে স্টোকস, ভারতকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৯: ২৬

Photo

সেঞ্চুরির পর স্টোকসের উদ্‌যাপন। ছবি: এএফপি

ওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।

ক্যারিবিয়ান কিংবদন্তি সোবার্স ৮ হাজার ৩১ রানের সঙ্গে ২৩৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। ক্যালিস অবশ্য নিজেকে আরও উঁচুতে নিয়ে যান। ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি প্রোটিয়া কিংবদন্তি নিয়েছেন ২৯২ উইকেট।

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলার আগে ইংলিশ অধিনায়কের রান ছিল ৬ হাজার ৮৯১। প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট পান তিনি। ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তাও দুই বছর আগে।

এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার স্টোকস। তাঁর আগে এই কীর্তি ছুঁয়েছেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন। তাঁরা কেউই দেড়শ রানসহ ৫ উইকেট নিতে পারেননি। স্টোকসের সামনে সেই সুযোগ ছিল । কিন্তু ১৪১ রানে কাটা পড়েন তিনি। তবে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এই ক্লাবে যুক্ত হতে পারার স্বাদ নিচ্ছেন তিনি।

স্টোকসের সেঞ্চুরির পর ইংল্যান্ড প্রথম ইনিংসে থামে ৬৬৯ রানের পাহাড় গড়ে। ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে। ইনিংস হার চোখ রাঙাচ্ছে তাদের। মধ্যাহ্নভোজের আগে প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে শূন্য রানে সাজঘরে ফেরান ক্রিস ওকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২ রান তুলেছে সফরকারীরা। লোকেশ রাহুল ৯ ও অধিনায়ক শুবমান গিল ব্যাট করছেন ১৩ রানে।

৭ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাব

ক্রিকেটার রান উইকেট

গ্যারি সোবার্স ৮০৩২ ২৩৫

জ্যাক ক্যালিস ১৩২৮৯ ২৯২

বেন স্টোকস ৭০৩২ ২২৯



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button