এশিয়া কাপ কবে-কোথায়, জানালেন এসিসি সভাপতি


কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। তবে বদলে গেল ভেন্যু। এশিয়া কাপ হচ্ছে না ভারতে, নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য আমিরাতে হবে এমনটা অনেক ধরেই আলোচনায় ছিল। যদিও আয়োজক হিসেবে থাকবে ভারত।
আজ এসিসি সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এক পোস্টের মধ্যে এ সব তথ্য জানিয়েছেন। এক্স পোস্টে নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’
এক এশিয়া কাপ নিয়ে জলঘোলাও কম হয়নি। অবশেষে আলোরমুখ দেখল। উচ্ছ্বসিত নাকভির তাই স্বস্তি, ‘আমরা দারুণ একটি ক্রিকেট মহোৎসব দেখার অপেক্ষায় আছি!’ দ্রুত পূর্ণাঙ্গ সূচির ঘোষণা দেওয়ার কথাও বললেন পিসিবি ও এসিসি প্রধান, ‘বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’
গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় ১৩ দেশের ২৫ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা না এলেও তাঁরা যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। শ্রীলঙ্কাও ভার্চুয়ালি যুক্ত হয়েছিল সভায়। সভায় অংশ নিতে ভারত-শ্রীলঙ্কাকে সভায় রাজি করানোর পেছনে বিসিবির বিশেষ অবদান রয়েছে বলে শোনা যায়।
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কারণে এশিয়ান কাপ সূচি আটকে ছিল এত দিন। এবারের এশিয়া কাপে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে থাকছে ওমান।