শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

এশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ…

এশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ...

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছেন। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে এই সময়ের মধ্যে লম্বা বিশ্রাম না দিয়ে লিটন দাসদের খেলার মধ্যে রাখতে চায় বিসিবি। এজন্য সংক্ষিপ্ত টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তাভাবনা চলছে।

আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা চাইছি এশিয়া কাপের আগে অন্তত একটি প্রস্তুতি সিরিজ খেলতে। শুরুতে ভারতের বিপক্ষে একটি সিরিজের পরিকল্পনা ছিল। তারা আসবে এমন হিসেব করেই আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু সূচি পরিবর্তন হওয়ায় এখন তারা আসছে না।’

টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটের বর্ষপঞ্জি এফটিপিতে দেখা যাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ড ছাড়া বাকি টেস্ট খেলুড়ে দেশ ব্যস্ত থাকবে। এমনকি আফগানিস্তান ক্রিকেটও ব্যস্ত থাকবে আগস্টের শেষ ভাগে সিরিজ খেলায়। তাই তো বিকল্প খুঁজতে গিয়েই উঠেছে ছোট দলের সঙ্গে সিরিজ খেলার ভাবনা বিসিবির। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘এই মুহূর্তে বড় কোনো দল খেলার জন্য ফ্রি নেই। আমরা তাই দেখছি, নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে একটা সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা যায় কি না। ঘরের মাঠে না পারলে বাইরে গিয়েও খেলতে পারি।’

সবকিছু চূড়ান্ত না হলেও আলোচনা বেশ এগিয়েছে বলেই জানান ফাহিম। বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সবকিছু ঠিক হলে দ্রুত জানিয়ে দেওয়া হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button