শিরোনাম

২৩ মামলার আসামি খুন, দাউদকান্দির গৌরীপুরে মিষ্টি বিতরণ

২৩ মামলার আসামি খুন, দাউদকান্দির গৌরীপুরে মিষ্টি বিতরণ

কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণের প্রসঙ্গে জানতে চেয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসস্ট্যান্ডে কুমিল্লামুখী লেনে মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তাঁর বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তরা মামুনকে কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button