মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলবে কবে সিদ্ধান্ত কাল


উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি বলেন, পরিকল্পনা ছিল আগামীকাল রোববার থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসে স্বল্প পরিসরে শ্রেণিকার্যক্রম চালুর। তবে নতুন করে সিদ্ধান্ত হয়েছে, আরও দুই দিন এ ক্যাম্পাস বন্ধ থাকবে।
কবে থেকে দিয়াবাড়ি ক্যাম্পাস চালু হবে এমন প্রশ্নে তিনি বলেন, আগামীকাল রোববার বিকেলে স্কুল কর্তৃপক্ষের একটি মিটিং অনুষ্ঠিত হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল, আগামীকাল রোববার থেকে স্বল্প পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান গত সোমবার বেলা ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এরপর আগুন ধরে যায়। এতে বৈমানিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সেদিনই ২২ জন নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।