শিরোনাম

নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ২৯৫ কোটি

নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ২৯৫ কোটি

২০২৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ পাঁচটি দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর বাবদ মোট ব্যয় হয়েছে ৬৭ কোটি রুপির বেশি। তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও’ব্রায়ানের লিখিত প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার এ তথ্য উপস্থাপন করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যসভায় উপস্থাপিত ওই সরকারি তথ্যে জানানো হয়, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯৫ কোটি রুপিতে। তবে, এই হিসাবে নেই মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া। কারণ, এসব দেশে সফরের ব্যয় এখনো চূড়ান্ত হয়নি।

২০২৫ সালে মোদীর সবচেয়ে ব্যয়বহুল সফর ছিল ফ্রান্সে। ওই সফরে খরচ হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয় যুক্তরাষ্ট্র সফরে—১৬ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩০২ টাকা। থাইল্যান্ড সফরে ব্যয় হয় ৪ কোটি ৯২ লাখ ৮১ হাজার ২০৮ টাকা, শ্রীলঙ্কায় ৪ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৬৯০ টাকা এবং সৌদি আরব সফরে খরচ হয় ১৫ কোটি ৫৪ লাখ ০৩ হাজার ৭৯২ টাকা।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে মোদী ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফর করেন। প্যারিসে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেন। যুক্তরাষ্ট্রে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেন।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে সংসদে উপস্থাপিত এক তথ্যে জানানো হয়েছিল ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর ৩৮টি বিদেশ সফরে ব্যয় হয়েছে ২৫৮ কোটি রুপির মতো। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৬টি দেশে সফরে ব্যয় হয়েছে প্রায় ১০৯ কোটি রুপি (রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ), ২০২৩ সালে প্রায় ৯৩ কোটি রুপি, ২০২২ সালে ৫৫ দশমিক ৮২ কোটি এবং ২০২১ সালে ৩৬ কোটি রুপি।

২০২১ সালে মোদীর বাংলাদেশের সফরে ব্যয় হয় ১ কোটি ৭১ হাজার রুপি, যুক্তরাষ্ট্রে প্রায় ২০ কোটি, ইতালিতে প্রায় ৭ কোটি এবং যুক্তরাজ্যে সাড়ে ৮ কোটি রুপির বেশি। ২০২২ সালে জার্মানি সফরে খরচ হয়েছে ৯ কোটি ৪৪ লাখ, ডেনমার্কে ৫ কোটি ৪৭ লাখ, ফ্রান্স প্রায় ২ কোটি, নেপাল ৮০ লাখ এবং জাপান ৮ কোটি ৬৮ লাখ রুপি।

সরকারের আরেকটি পৃথক তথ্যপত্রে প্রধানমন্ত্রীর জনসমাবেশ, উপস্থিত ব্যক্তিদের সংখ্যা, বিজ্ঞাপন ও সম্প্রচারের খরচের হিসাবও দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে মোদীর মিশর সফরে বিজ্ঞাপন ও সম্প্রচারে উল্লেখযোগ্য ব্যয় হয়েছে—প্রায় ১১ লাখ ৯০ লাখ রুপি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button