মাহরীন চৌধুরী নারী সমাজের গর্ব: আফরোজা আব্বাস


শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মত্যাগকারী শিক্ষিকা মাহরীন চৌধুরী নারী সমাজের জন্য গর্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। আজ শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন।
আফরোজা আব্বাস বলেন, মাহরীন শুধু একজন শিক্ষিকা নন, একজন মা হিসেবে নিজের দায়িত্ব পালন করে গেছেন। তিনি বাচ্চাগুলোর সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ককে বড় করে দেখেছেন। নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন। তিনি বলেন, মাহরীন চৌধুরী শিক্ষকতার মহানুভবতা তুলে ধরেছেন। তাঁর এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি নারী সমাজের গর্ব হয়ে থাকবেন।
রাষ্ট্রের দিক থেকে যথাযথ সম্মান না পাওয়ায় হতাশা প্রকাশ করে আফরোজা আব্বাস বলেন, ‘মালয়েশিয়ায় তাঁকে সম্মান জানানো হয়েছে, অথচ আমাদের দেশেই রাষ্ট্রীয় স্বীকৃতিতে দেরি হয়েছে। এমন একজন মানুষকে প্রথমেই জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল।’
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, সৈয়দপুর মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক মোছা. রুপা, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ স্থানীয় নেতা-কর্মীরা।