বরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড


ক্রাইম জোন ২৪।।
বরিশাল নগরীতে ভুয়া ব্র্যান্ডের নামে নকল প্রসাধনী বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শাস্তির আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।
আটককৃত তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের হৃদয় মিয়া, শাহজালাল মিয়া ও শফিক মিয়া। পুলিশ জানায়, তারা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি করত এবং তা বরিশালসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত। সম্প্রতি তারা হোটেল কক্ষে বসেই খুচরা বিক্রেতাদের কাছে এসব পণ্য বিক্রি করছিল।
ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, “তাদের এসব কার্যকলাপে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করি এবং তিনজনকে আটক করি।”
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে উপস্থাপন করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা প্রদান করা হয়।