শিরোনাম
মীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদশ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্প

মীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১

মীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১

ক্রাইম জোন ২৪।।   বরিশালের মীরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে সরকারি বিনামূল্যের ১৩০০ নতুন পাঠ্যবইসহ একজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শুক্রবার (২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এনএসআই কর্মকর্তারা এই বইসহ ওই ব্যক্তিকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তি হলেন আব্দুর রহমান কাজী, যিনি বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালীগ্রামের বাসিন্দা এবং আলী আকবর কাজীর ছেলে। তার দাবি, মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে তিনি বইগুলো কিনেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে মুলাদী উপজেলার রেইন্ট্রিতলা এলাকায় শিক্ষা অফিসের গুদাম থেকে একটি বাসে বই তোলেন দুইজন। সরকারি ছুটির দিনে বই পরিবহনে সন্দেহ হলে স্থানীয়রা এনএসআই, শিক্ষা অফিস ও পুলিশকে জানায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি চলে যায় মীরগঞ্জ ফেরিঘাটে। পরে সেখান থেকেই বইসহ আব্দুর রহমানকে আটক করা হয়।

জব্দ বইগুলো মাদ্রাসা স্তরের ইবতেদায়ি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্যবই বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব বই সরকারি সিল ও কাভার 그대로 কোনো প্রকাশনীতে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, যাতে পরে তা সরকারকেই আবার বিক্রি করা সম্ভব হয়।

আব্দুর রহমান জানান, এসব বই তিনি গুদামের কর্মচারী শফিক মাহমুদের কাছ থেকে কিনেছেন। তবে শফিক মাহমুদ তার সঙ্গে এমন কোনো লেনদেনের কথা অস্বীকার করেছেন।

মুলাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, শুক্রবার অফিস বন্ধ থাকায় বই বিতরণ হয়নি। আর নৈশপ্রহরী শফিক মাহমুদ দুই দিনের ছুটিতে রয়েছেন। কীভাবে গুদাম থেকে বই বের হলো, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সরকারি বই পাচারের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button