পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। জেবুন্নেছা হক জিম্মি নামের এই শিক্ষার্থী রাজধানীর একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জিম্মি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ফরিদপুর জেলার গজারিয়া উপজেলার বাসিন্দা। পরিবারের চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জিম্মি। প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার পাকস্থলীতে আলসার ধরা পড়ে। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়, যেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে তার পাকস্থলীর ৬০ শতাংশ অপসারণ করা হয় এবং শুরু হয় কেমোথেরাপি। কিছু সময়ের জন্য শারীরিক অবস্থা উন্নতির দিকে গেলেও পরবর্তীতে ক্যান্সার পুনরায় সক্রিয় হয়ে পড়ে। শেষপর্যন্ত দীর্ঘ চিকিৎসা শেষে তিনি মৃত্যুবরণ করেন।
এ খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “জিম্মি ছিলেন অত্যন্ত মেধাবী ও দৃঢ় মনোবলের অধিকারী। অসুস্থ অবস্থাতেও লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা তার মধ্যে ছিল। এমন একজন শিক্ষার্থীকে হারিয়ে আমরা শোকাহত।”
শিক্ষার্থীদের পক্ষ থেকেও তার আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করা হয়েছে।