
ক্রাইম জোন ২৪।। ঢাকা: পুলিশের এসআই (সহকারী পরিদর্শক) ও এএসআই (অফিসার) র্যাংকের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের চলাফেরা আরও সহজ হবে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সুবিধা হবে।
এছাড়া, পুলিশ বাহিনীর জন্য ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে এটি দেখা হচ্ছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ মার্চ) এক বৈঠকে তিনি পুলিশ বাহিনীর কল্যাণে এসব উদ্যোগের ঘোষণা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “পুলিশ বাহিনীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, যেমন ঝুঁকিভাতার সিলিং তুলে দেওয়া, নতুন পিকআপ ও প্রিজনার ভ্যান কেনা, এবং পুলিশের চলমান নির্মাণ প্রকল্পগুলোর জন্য অর্থ ছাড় করা হবে।”
এছাড়া, আগামী দিনের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ বাহিনীর প্রস্তুতি ও করণীয় বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হবে।
এই উদ্যোগের ফলে পুলিশের সার্বিক কার্যক্রমে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।