শিরোনাম

বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া

সেতুর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে

বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া

ক্রাইম জোন ২৪।। বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই অনুদান দিয়ে সেতু রক্ষণাবেক্ষণের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেতুর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায়, ‘ক্যাপাসিটি ডেভলপমেন্ট ফর স্মার্ট মেইনটেনেন্স টেকনলোজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ত হাইওয়েস ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পে ঋণ প্রদান করবে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইআরডি’র অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে কোইকার কান্ট্রি ডিরেক্টর টায়ে ইয়ং কিম যৌথভাবে প্রকল্পে স্বাক্ষর করেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button