শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
ড. ইউনূসের চীন সফর


ক্রাইম জোন ২৪।। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন, এবং সফরের দ্বিতীয় দিনে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে যাত্রা করবেন। ২৭ মার্চ, বোয়াও ফোরাম ফর এশিয়ার (BFA) সম্মেলনে উদ্বোধনী সেশনে তিনি বক্তব্য দেবেন। এছাড়া, ওই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।
২৮ মার্চ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে, ২৯ মার্চ তিনি চীনের পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন। সফর শেষে, ড. ইউনূস বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন।