শিরোনাম

এবার ১০৩ পুলিশের ‘নির্বাচনী পদক’ প্রত্যাহার

এবার ১০৩ পুলিশের ‘নির্বাচনী পদক’ প্রত্যাহার

ক্রাইম জোন ২৪।। সরকার ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ১০৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দেওয়া বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) এবং পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। তবে এবার ২০১৮ সালের জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম ও বিতর্কের কারণে পদকগুলো প্রত্যাহার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

দেশের ইতিহাসে এই প্রথমবার এত সংখ্যক পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক একসঙ্গে প্রত্যাহার করা হলো। এর আগে কখনো বাংলাদেশ পুলিশ বাহিনীতে এমন ঘটনা ঘটেনি।

ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button