ঝালকাঠি পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের হানা


ক্রাইম জোন ২৪।। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযোগ পাওয়ার পর দুদক কর্মকর্তারা ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালান। অভিযুক্ত কাওসার সিকদার পাসপোর্ট করার জন্য ১২ হাজার টাকা দাবি করেন এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপর দুই দালালকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত কাওসার সিকদারকে সাত দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা দেয়। আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম।কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।
ক্রাইম জোন ২৪