শিরোনাম

ডিসি সম্মেলনে থাকছে ৩৫৪ প্রস্তাব

ডিসি সম্মেলনে থাকছে ৩৫৪ প্রস্তাব

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মোট ৩৫৪টি প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে মোট ১,২৪৫টি প্রস্তাব জমা পড়েছিল, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটন বিকাশ, আইন-কানুন সংশোধনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের—মোট ২৮টি।

সম্মেলনে আলোচ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—

  • ভূমি ব্যবস্থাপনা উন্নয়ন
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন
  • স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন
  • কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন
  • সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন
  • তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ই-গভর্ন্যান্স
  • শিক্ষার মান উন্নয়ন
  • স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ
  • পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ
  • ভৌত অবকাঠামো উন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয়

এবারের ডিসি সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতির সময়সূচির সঙ্গে এটি মিলানো সম্ভব হয়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button