তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মোট ৩৫৪টি প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে মোট ১,২৪৫টি প্রস্তাব জমা পড়েছিল, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটন বিকাশ, আইন-কানুন সংশোধনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের—মোট ২৮টি।
সম্মেলনে আলোচ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—
এবারের ডিসি সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতির সময়সূচির সঙ্গে এটি মিলানো সম্ভব হয়নি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]