বইমেলায় স্টলে হট্টগোল, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ


অমর একুশে বইমেলার একটি স্টলে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের মিলনস্থল। এমন অপ্রীতিকর ঘটনা উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে এবং ভাষা শহীদদের প্রতি অবমাননা প্রদর্শন করে।
সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।