শিরোনাম

ভাড়ার টাকা চাওয়ায় ভ্যানচালককে হত্যা

ভাড়ার টাকা চাওয়ায় ভ্যানচালককে হত্যা

মাদারীপুরের শিবচরে ভ্যান ভাড়ার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিবচরের কাদিরপুর ইউনিয়নের একটি ইটভাটার পাশে ভুট্টা ক্ষেতে মিজান গাজীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী, আল আমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

এরপর পুলিশ আরিয়ান ও আল আমিনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হান্নান শিকদার (২৬) নামের আরও একজনকে আটক করা হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যুক্ত থাকা আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী বেশ কিছুদিন ধরে ভ্যানচালক মিজান গাজীর ৪৫০ টাকা ভাড়া পরিশোধ করেননি। টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে মিজানকে হত্যা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাত্র ২ হাজার টাকার বিনিময়ে হান্নানকে দিয়ে মিজানকে খুন করানো হয়। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামিরা মিজানকে তার ভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে কাদিরপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে চারজন মিলে তাকে মারধর করার পর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সোমবার হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান সহকারী পুলিশ সুপার আজমির হোসেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button