শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমতবরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদশ্রমিক অধিকার আন্দোলনে বরিশালে এনসিপি’র সংগঠকরা সক্রিয়আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পক্ষে এনামুল হাসান তাসনিমের স্পষ্ট বার্তাদক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণা

এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় বরিশালে ৩ জনের কারাদণ্ড

এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় বরিশালে ৩ জনের কারাদণ্ড

পিরোজপুরের একটি এতিমখানার অর্থ আত্মসাতের মামলায় তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারক মেহেদি আল মাসুদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা নেছারিয়া এতিমখানার সাবেক সভাপতি মো. সালেহ আহমেদ, সম্পাদক মাওলানা মোস্তফা সালেহীন ও কোষাধ্যক্ষ মো. ওয়ালিয়ার রহমান।

মামলার নথির বরাতে আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, ধানীসাফা নেছারিয়া এতিমখানাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এতিমখানার নিজস্ব ২০ লাখ এবং সরকারি সহায়তার ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০১৬ সালের ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক পর্ষদের সদস্য মো. নাছির উদ্দিন হাওলাদার পিরোজপুরের বিশেষ জজ আদালতে মামলা করেন।

মামলায় এতিমখানার তৎকালীন সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়াও পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেনকে আসামি করা হয়। তবে দুর্নীতি দমন কমিশনের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন তদন্ত শেষে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে বাকি তিনজনের বিরুদ্ধে ২০১৯ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার শুনানিতে ২৩ জন সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তিনজনের বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের রায় দেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button