ঝালকাঠিতে বাবুল মেম্বারের উপর হামলার ঘটনায় মামলা দায়ের


ঝালকাঠির পালবাড়ি এলাকায় বাবুল মেম্বারের উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত বাবুল মেম্বারের ছোট ভাই ও যুবদল নেতা মো. বারেক হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ (৪৬), তার পুত্র মো. রাসেল (২৭), সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির (৫৫), সবুজ খান (৫২), তার পুত্র সাকিব খান (২৫), সাবেক কাউন্সিলর শাহ আলম খান ফারসু, তার ভাই রুবেল খান (২৮) এবং পলাশ হাওলাদার।
মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বাবুল মেম্বার ঝালকাঠি শহর থেকে বাড়ি ফেরার পথে পালবাড়ি আকবরী মসজিদের সামনে পৌঁছালে প্রতিপক্ষের হামলার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। বাবুল মেম্বার পার কিফাইত নগরের আরিফিন উদ্দিন হাওলাদারের পুত্র।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”