শিরোনাম

মায়ামির সঙ্গে কি নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ

মায়ামির সঙ্গে কি নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ

ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।

লিগস কাপে আগামীকাল ভোরে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে লড়বে মায়ামি। সেই ম্যাচের আগে উঠে আসে মেসি প্রসঙ্গ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসির সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছেন মায়ামির কর্মকর্তা। মাসচেরানোও সেটি জানেন।

এক সময় মেসির সতীর্থ থাকা মায়ামি কোচ বলেন, ‘মেসির ব্যাপারে বলব যে, আমরা সবাই আশা করছি সে চুক্তি নবায়ন করবে। সেই সিদ্ধান্ত ক্লাব ও তার মধ্যকার বিষয়। এনিয়ে গোপনে আলোচনা চলছে। যদি তারা সমঝোতায় পৌঁছায়, তাহলে সঠিক সময়ে জানানো হবে। আমি নিজেও সেসব গুঞ্জনগুলো দেখেছি। তবে এতটুকুই বলতে পারি, আমরা সবাই আশাবাদি সে আমাদের সঙ্গে থাকবে।’

পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুলাই মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button