শিরোনাম

ফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাট

ফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলায় স্থানীয় মোবারক হোসেন, সিদ্দিক ও মুসা সিরাজী নেতৃত্বে এ ঘটনা ঘটে। তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ইউনিয়ন পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন বলেন, ‘কোনো কারণ ছাড়াই তারা আমাদের বাড়িতে হামলা চালায়। তারা আসবাব ভাঙচুর ও লুটপাট করে। আমার ৩টি গরু লুট করে নিয়ে যায় হামলাকারীরা। হক মেম্বারেরও ৩টি গরু লুট করে তারা।’

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি স্থানীয়ভাবে জানতে পেরেছি। স্থানীয়রা কোনো একটি বিষয়ে উত্তেজিত হয়ে এই হামলা চালায়। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button