শিরোনাম
ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলমফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনিরদুই বছর ধরে ঔষধ প্রশাসনে ঝুলে আছে এক হাজার ওষুধের নিবন্ধন

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের সব ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু আবুধাবি।

দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ। লিটনদের পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

গ্রুপ পর্বের পর ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। রানার্সআপ হয়ে বাংলাদেশ এই পর্বে উঠলে দুবাইয়ে খেলবে এই পর্বের সব ম্যাচ। আর চ্যাম্পিয়ন হয়ে যেতে পারলে একটি ম্যাচ খেলবে আবুধাবিতে, বাকি দুটি দুবাইয়ে।

২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে এশিয়া কাপের ফাইনাল।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button