ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩


ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো ওই হামলায় কমপক্ষে তিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৮ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে জানানো হয়, হামলার সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরও হতাহত পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি। হামলাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী কিছু না বললেও, দেশটির যুদ্ধবিষয়ক সাংবাদিক আন্দ্রি তাপলিয়েঙ্কো দাবি করেছেন কিয়েভের উত্তরের চেরনিহিভ অঞ্চলে হামলাটি চালানো হয়েছে। ওই অঞ্চলটি মূলত রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী এলাকা।
হামলায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। পরে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ে ঢাকা একটি এলাকায় আঘাত হানছে একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে, ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ওই হামলায় ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবকাঠামো ক্ষয়ক্ষতি তো হয়েছেই, পাশাপাশি হতাহতের যে সংখ্যা ইউক্রেন জানিয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে দাবি তাদের। তবে, রাশিয়ার এমন দাবির পর এ ইস্যুতে আর কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
এ নিয়ে গত দুই মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ইউক্রেনের প্রশিক্ষণ ইউনিটে হামলা চালাল রাশিয়া। গত মে মাসেও সীমান্তবর্তী সামি অঞ্চলে এমন একটি রুশ হামলায় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়। এরপর জুনে আরেকটি হামলায় প্রাণ হারান ১২ জন, আহত হন আরও অন্তত ৬০ জন। সেই ঘটনায় ইউক্রেনীয় স্থলবাহিনীর কমান্ডার মিখাইলো দ্রাপাতি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এই প্রাণহানির জন্য সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার অবহেলা দায়ী কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।