শিরোনাম

ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পে সুনামি পরিস্থিতি, সাবমেরিন কেবল ও ক্লাউড কি নিরাপদ

ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পে সুনামি পরিস্থিতি, সাবমেরিন কেবল ও ক্লাউড কি নিরাপদ

রাশিয়ায় আজ বুধবার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে আঘাত হানতে শুরু করেছে সুনামি। একে ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূকম্পন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এই ভূমিকম্প ও পরবর্তী সুনামির প্রভাবে এখন পর্যন্ত সাবমেরিন কেবল, যোগাযোগ ব্যবস্থা বা ক্লাউড কম্পিউটিং সেবায় কোনো ধরনের সমস্যা দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিট ৫০ সেকেন্ডে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থার তালিকায় এ ধরনের মাত্রার মাত্র পাঁচটি ভূমিকম্পই এর চেয়ে বেশি শক্তিশালী হিসেবে নথিভুক্ত আছে।

এদিকে রাশিয়ার ভূ-ভৌগোলিক জরিপ সংস্থা একই ভূমিকম্পকে ৮ দশমিক ৯ মাত্রার হিসেবে চিহ্নিত করেছে।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগর ঘেঁষা বিভিন্ন দেশের সরকারগুলো সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। এমনকি দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থাও পশ্চিম উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে।

ভূমিকম্পের কাছাকাছি অবস্থিত জাপান কর্তৃপক্ষ উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চস্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

জাপানে ইতিমধ্যে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউয়ের খবর পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং সেবা, বা চিপ উৎপাদন কারখানায় কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাশিয়ার রোস্তেলেকম পরিচালিত সাবমেরিন কেবলটি পেত্রোপাভলোভস্ক-কামচাটকা থেকে আনাডির সংযোগ স্থাপন করেছে। কেবলটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছ দিয়ে গেছে। তবে এখন পর্যন্ত রোস্তেলেকমের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সংযোগ সমস্যার তথ্য জানানো হয়নি।

আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), মাইক্রোসফট আজুর এবং গুগল ক্লাউড এর স্ট্যাটাস পেজ পর্যালোচনা করেছে প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য রেজিস্টার। তবে জাপানে বা অন্য কোনো অঞ্চলে তাদের সেবায় কোনো ধরনের বিঘ্নের রিপোর্ট পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালের ভয়াবহ সুনামি জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় ঘটিয়েছিল। সেই বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা বুধবার জানিয়েছে, তারা সাবধানতা হিসেবে সমস্ত কর্মীকে সরিয়ে নিয়েছে এবং ২০১১ সালের দূষিত পানি পরিশোধনের পর যেগুলো সঞ্চিত ছিল, সেগুলোর নিষ্কাশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণে অনেক সাবমেরিন কেবল রয়েছে। তাই প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামির প্রভাবে এদের কার্যক্রম ব্যাহত হতে পারে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button