শিরোনাম

এআই চিপে নজরদারির শঙ্কা, এনভিডিয়াকে তলব করল চীন

এআই চিপে নজরদারির শঙ্কা, এনভিডিয়াকে তলব করল চীন

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কি না, তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সিএসি জানায়, তারা এনভিডিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এইচ২০ চিপে সম্ভাব্য ট্র্যাকিং এবং রিমোট কন্ট্রোল ফিচার-সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও প্রমাণ চেয়েছে।

চীনের সাইবারস্পেস প্রশাসন জানিয়েছে, এনভিডিয়ার চিপে ‘গুরুতর নিরাপত্তা সমস্যা’সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনগুলোর ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা উন্নত প্রযুক্তির চিপে ট্র্যাকিং ফিচার যোগ করার দাবি জানাচ্ছেন। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরাও বলছেন, এনভিডিয়ার চিপ-সংক্রান্ত রিমোট কন্ট্রোল প্রযুক্তি এখন যথেষ্ট পরিপক্ব এবং কার্যকর অবস্থায় পৌঁছেছে।

তবে সিএসি এসব তথ্যের উৎস উল্লেখ করেনি।

এদিকে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের আইনপ্রণেতাদের একটি দল কংগ্রেসে একটি বিল পেশ করে। এই বিলে এআই প্রসেসরের নির্মাতাদের (যেমন এনভিডিয়া) চিপ রপ্তানির আগে অবস্থান যাচাইয়ের প্রযুক্তি সংযুক্ত করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রিত এআই চিপ চীনে পাচারের অভিযোগ মোকাবিলায় এই বিল উত্থাপন করা হয়।

বিবৃতিতে সিএসি জানায়, ‘চীনা ব্যবহারকারীদের নেটওয়ার্ক ও তথ্য নিরাপত্তা রক্ষার স্বার্থে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না ৩১ জুলাই এনভিডিয়াকে তলব করেছে। এইচ২০ চিপে সম্ভাব্য ব্যাকডোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক প্রমাণ জমা দিতে বলা হয়েছে।’

তবে এনভিডিয়া এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

২০২৩ সালের শেষ দিকে চীনে উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তাই চীনা বাজারের জন্য এইচ২০ চিপটি তৈরি করে এনভিডিয়া। নিয়ন্ত্রণনীতির পরিবর্তনের কারণে এই চিপ বাজারে আনতে এনভিডিয়াকে নানা জটিলতার মুখে পড়তে হয়েছে। এইচ২০ চিপের কম্পিউটিং ক্ষমতা এইচ১০০ বা নতুন ব্ল্যাকওয়েল সিরিজের মতো শক্তিশালী নয়। চীনের বাইরের বাজারে বিক্রি হচ্ছে এইচ১০০ বা নতুন ব্ল্যাকওয়েল সিরিজের চিপগুলো।

চলতি মাসে যুক্তরাষ্ট্র এপ্রিলের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে এনভিডিয়া আবার চীনে এইচ২০ চিপ বিক্রি করার অনুমতি পায়।

সম্প্রতি সংবাদসংস্থা রয়টার্স জানায়, চীনের সরবরাহের জন্য তাইওয়ানের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসিকে ৩ লাখ এইচ২০ চিপসেটের অর্ডার দিয়েছে এনভিডিয়া। তাইওয়ানের এক সূত্র জানিয়েছে, চীনে এআই চিপের ব্যাপক চাহিদার কারণে এনভিডিয়া তাদের বিদ্যমান মজুতের ওপর নির্ভর করার পরিকল্পনা বাতিল করেছে।

তথসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট ও রয়টার্স



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button