টিকটকে সন্তান ক্ষতিকর ভিডিও দেখছে? নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরাই


জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
নতুন এই ফিচারে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো—অভিভাবকেরা এখন সন্তানের প্রোফাইল থেকে নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন। যদিও সন্তান ব্লক করা কোনো অ্যাকাউন্ট আবার আনব্লক করার অনুরোধ জানাতে পারবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে অভিভাবকের ওপর।
অভিভাবকেরা যে অ্যাকাউন্টগুলো ব্লক করবেন, সেই সব ব্যবহারকারীকে কোনো ধরনের নোটিফিকেশন পাঠানো হবে না। তবে যদি কোনো ব্যবহারকারী আগে থেকেই অভিভাবকের অ্যাকাউন্ট ব্লক করে রাখে, তাহলে অভিভাবক সেই অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন না। তবে এই ব্লক ব্যবস্থাপনা ফিচার এখনই সব দেশে পাওয়া যাবে না।
‘ফ্যামিলি পেয়ারিং’য়ে আরও যেসব সুবিধা থাকছে, তার মধ্যে আছে—
- কিশোর–কিশোরীদের জন্য দৈনিক স্ক্রিন টাইম সীমা নির্ধারণ
- কিশোর-কিশোরীরা নতুন কোনো কনটেন্ট আপলোড করলেই অভিভাবকদের স্বয়ংক্রিয় নোটিফিকেশন
- নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে কনটেন্ট ফিল্টার করার সুবিধা।
গত মার্চে অভিভাবকদের জন্য আরও বিস্তৃত নজরদারি টুল চালু করেছে টিকটক। এই টুলের মাধ্যমে অভিভাবকেরা এখন তাঁদের সন্তানের ফলোয়ার ও ফলোয়িং উভয় তালিকা দেখতে পারেন, নির্দিষ্ট সময় অনুযায়ী স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারেন এবং সন্তান কোনো ভিডিও রিপোর্ট করলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পেতে পারেন। বর্তমানে এই ফিচার বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য।
এখন নতুনভাবে যুক্ত হয়েছে আরও কিছু নিয়ন্ত্রণ সুবিধা—সন্তান যখনই কোনো ভিডিও, ছবি বা স্টোরি পোস্ট করবে, তখনই অভিভাবকেরা তার নোটিফিকেশন পাবেন।
এ ছাড়া ১৫ বছরের বেশি বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে অভিভাবকেরা এখন জানতে পারবেন, তারা তাদের ফলোয়ারদের ভিডিও ডাউনলোড, ডুয়েট বা স্টিচ করার অনুমতি দিয়েছে কি না।
তথ্যসূত্র: ম্যাশেবল ও লাইফ ওয়্যার