হবিগঞ্জে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের ইদন মিয়ার ছেলে।
রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার শামসুজ্জামান এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টার দিকে মাধবপুর থানার তৎকালীন এসআই খায়রুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ বাবুল মিয়া ও রুবেল মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় বাবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক বলে জানা গেছে।
হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।