টাঙ্গন নদে ভাসছিল জেলের লাশ


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদ থেকে আনায়ারুল ইসলাম আনার (৫২) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই ঘাট গড়িপাড়া থেকে এ লাশ উদ্ধার করে।
আনার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের কাশেম আলী ওরফে কাচিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাতে মাছ ধরতে এসে আনার আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে করনাই ঘাটে জেলের ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।