শিরোনাম

চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার সাংবাদিকের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দু’জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো.  নুরুন্নবী।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ছিনতাইয়ের শিকার হন বলে জানান ওই সাংবাদিক। তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র তিন মিনিট হাঁটা দূরত্বে ছিনতাইয়ের শিকার হন। চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারী।

পরে থানায় গিয়ে পুলিশের সহায়তা চেয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওই সাংবাদিক।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button