[ad_1]
১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি। প্রশিক্ষণ শেষ করেই ১১ জুন দক্ষিণ কোরিয়ার ইয়োনছন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। সেখানে শত শত ভক্ত মুহুর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের। এই আনন্দঘন পরিবেশে খানিকটা অস্বস্তিকর খবর, জাংকুকের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩০ বছর বয়সী এক চীনা তরুণী।
জাংকুক ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ওই নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর বাড়ির সদর দরজায় থাকা সিকিউরিটি লকে একাধিকবার পিন দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে ওই নারী নিজেকে জাংকুকের ভক্ত দাবি করে বলেন, ‘জাংকুককে দেখার জন্যই আমি তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলাম।’
সামরিক প্রশিক্ষণ শেষে ইয়োনছন স্টেডিয়ামে সেনাবাহিনীর পোশাক পরেই ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁদের। অনেক দিন পর প্রিয় তারকাদের দেখে ভক্তরা ছিলেন উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তব্যে জিমিন বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ—অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা ভক্তদের কাছ থেকে দূরে আছি। আমাদের মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। যে অবস্থায় আমরা বিটিএসকে রেখে গিয়েছিলাম, আশা করছি, শিগগির আবার সেখান থেকে শুরু করতে পারব। আমরা আরও ভালো ভালো গান তৈরি করব ভক্তদের জন্য। সামরিক বাহিনীতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এই প্রশিক্ষণ সহজ ছিল না।’
লাজুক হেসে জাংকুক বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আজ আবার মেকআপও করিনি। তাই কিছুটা অস্বস্তি লাগছে। আমার সহযোদ্ধা ও সিনিয়র, যাঁরা এ প্রশিক্ষণ আগেই শেখ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেনাবাহিনীতে থাকার চমৎকার সব অভিজ্ঞতা আমরা কোনো এক সময় লাইভে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]