শিরোনাম
নিরাপত্তা না দিয়ে চলে যায় পুলিশঅতীত থেকে পার্বত্য চট্টগ্রাম আগ্রাসনের শিকার: মাইকেল চাকমাসব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিনবিপিএল নিয়ে নতুন এক পরিকল্পনার কথা জানালেন ফাহিমকৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনে কাটা পড়ে ২২ ভেড়ার মৃত্যুহাজারীবাগে জমি বিরোধে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৪ জন কারাগারেডাকাতির প্রস্তুতিকালে মনিরামপুরে যুবদলের চার কর্মী গ্রেপ্তারঅবশেষে শাহরুখ-রানীর ঘরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার‘সরকার একটা বড় দায়িত্ব পালন করেছে’, মার্কিন শুল্ক কমানো প্রসঙ্গে মির্জা ফখরুলটাঙ্গাইলে ব্যবসায়ীকে চিঠি দিয়ে কিলার গ্যাংয়ের চাঁদা দাবি, এলাকায় আতঙ্ক

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে যৌথ অভিযান চালিয়ে ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত ২৪ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহের মাধ্যমে। অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে— চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, দুটি ককটেল, তিনটি ম্যাগাজিন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার কাজেও সেনাবাহিনী সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button