শিরোনাম
টাঙ্গাইলে ব্যবসায়ীকে চিঠি দিয়ে কিলার গ্যাংয়ের চাঁদা দাবি, এলাকায় আতঙ্কচবির ‘লেডিস ঝুপড়িতে’ প্রক্টরের হানা, রাত ১০টার পর হলে ঢুকলে সিট বাতিলঅবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকামাছরাঙা টিভিতে শুরু হচ্ছে নতুন দুই অনুষ্ঠানযুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার ১৫ শতাংশ কমানো সন্তোষজনক: আমীর খসরুঅস্ট্রেলিয়ায় তাহলে যাচ্ছেন হাসান মাহমুদকেশবপুরে পানির ঢলে প্লাবিত তালার নিম্নাঞ্চল, দুর্ভোগে পাঁচ হাজার মানুষভারত-মার্কিন সম্পর্ক বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে: নয়াদিল্লিদুটি নাম ব্যবহার করতেন পলাতক জানে আলমকুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার

জুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপির

জুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিশ্রুতির কাগজটা (ডিড) জুলাই জাতীয় সনদের। লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’ আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপ্তি আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল বলেই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ইট ইজ মোর দেন ল। আমি সেটা আবারও বলি, সুপ্রিম ডকট্রিন হচ্ছে যে, লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ সুপ্রিম।’

তিনি আরও বলেন, ‘ডকট্রিন অব লেজিটিমেট এক্সপেকটেশন, লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ সুপ্রিম ডকট্রিন, এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে, এটা জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো জাতীয় ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনের সে প্রতিশ্রুতির কাগজটা বা ডিডটা (জুলাই জাতীয় সনদ-২০২৫-এর লিখিত ডকুমেন্ট) ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button