শিরোনাম
সাইবার প্রতারণার সহজ শিকার ভারতীয়রা, গত বছর হারিয়েছে ২৩০০০ কোটি রুপিদুই ছেলেকে সঙ্গী করে নিজেকে নিয়েই মজা করলেন আমির খানশুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা তাঁর ধাত প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টাপঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফসাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভআন্তদেশীয় বাণিজ্য বৃদ্ধিতে সোনামসজিদ স্থলবন্দরকে সম্প্রসারণ করা হবে: উপদেষ্টা সাখাওয়াতস্ক্রিন টাইমে নজর না দিয়ে শিশুর যেসব ক্ষতি করছেনছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬মার্কিন শুল্ক হ্রাস বাংলাদেশের জন্য সুযোগ এবং সতর্কবার্তা: সেলিম রায়হান১৭ হাজার কোটি রুপি ঋণ জালিয়াতি মামলায় অনিল আম্বানিকে তলব

পারিশ্রমিক নিয়ে আক্ষেপের কথা জানালেন ডলি জহুর

পারিশ্রমিক নিয়ে আক্ষেপের কথা জানালেন ডলি জহুর

পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বয়সের কারণে এখন কমিয়ে দিয়েছেন কাজ। মাঝেমধ্যে ছোট পর্দায় দেখা গেলেও সিনেমায় একেবারেই দেখা যায় না তাঁকে। এক দশকের বেশি সময় আগে সিনেমা থেকে সরে আসা এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা। অনেক সিনেমায় তাঁকে ঠিকমতো দেওয়া হতো না পারিশ্রমিক! পরিচালকদের কাছে এখনো পাওনা রয়েছে ৩৪ লাখ টাকা।

গত ৩০ জুলাই সাংবাদিকদের সঙ্গে উত্তরার নিজ বাসভবনে কথা বলেছেন ডলি জহুর। সে সময় তিনি আক্ষেপ প্রকাশ করেন সিনেমার বকেয়া পারিশ্রমিক নিয়ে। ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি, এটা সত্যি কথা। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারা জীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না! ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।’

ডলি জহুরের স্বামী যখন ক্যানসারে আক্রান্ত, সেই সময়েও পরিচালকদের কাছ থেকে নিজের পাওনা টাকা পাননি তিনি। সেই সময়টাতে অনেক চেষ্টা করেছিলেন পাওনা টাকা তোলার। কিন্তু কেউ টাকা পরিশোধ করেননি। ডলি জহুর বলেন, ‘আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে, সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে। স্বামীর অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি, “কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব।” আমার পাওনা টাকা, যাঁকে দায়িত্ব দিলাম, তাঁর কাছেও টাকা পেতাম। এরপর ওই লোক তো আর যোগাযোগই করেননি, নিজেও কোনো টাকা দেননি। এমন দুঃসময়ে ইন্ডাস্ট্রি থেকে এক টাকাও পাইনি।’

আক্ষেপ করে ডলি জহুর জানান, যাঁদের কাছে তিনি টাকা পেতেন, তাঁদের মধ্যে কেউ কেউ বেঁচে নেই, আবার কেউ কেউ খুবই অসুস্থ। তাই এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জহুর। তাঁদের নাম প্রকাশ করে অসম্মানও করেননি কখনো।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button