শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

গাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার

গাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত শুক্রবার (২৫ জুলাই) নৌকা ডুবে নিখোঁজ হওয়ার পরদিন শনিবার দুই বন্ধুর এবং রোববার অপর বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া তিনজন হচ্ছে কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মাহমুদ হাসান শিমুল (১৯) ও ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে ২৫ জুলাই সকালে রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।

মকসবিলের ঘোরার সময় প্রচণ্ড বাতাসে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এ সময়ে দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ৩ বন্ধুর মধ্যে দুই বন্ধু মাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করে। কিন্তু অপর বন্ধুর কোনো সন্ধান পায়নি।

শেষ পর্যন্ত রোববার (২৭ জুলাই) সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা মকস বিলের কচুরিপানার ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button