ক্রাইম জোন ২৪।।
আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় দেশসেরা চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ক্রিকেট দল। সারাদেশের বিভিন্ন কলেজকে হারিয়ে এই সাফল্য অর্জন করে বিএম কলেজ, যা বরিশালের শিক্ষাঙ্গন ও ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের অধ্যায়।
বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব তালুকদার সজল দলের এই জয়ে সরাসরি যুক্ত ছিলেন এবং দলের মনোবল ও সংগঠনের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
বিজয়ের খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম, শিক্ষক রাশেদ খান সাহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
এই প্রতিযোগিতায় বিএম কলেজ ধারাবাহিকভাবে ভালো খেলে ফাইনালে উঠে প্রতিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]