ক্রাইম জোন ২৪।। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশাল মহানগরের পরিচিত ছাত্রনেতা এনামুল হাসান তাসনিম ।
তিনি বলেন, "দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের ঘাম, শ্রম ও ত্যাগেই এই রাষ্ট্রের ভিত গড়া হয়েছে। যে কোনো সরকারই শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।"
তিনি আরও বলেন, "২০২৪ সালে আমরা যারা আন্দোলনের ময়দানে ছিলাম, তারা জানি কীভাবে মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করতে হয়। আজকের এই দিবসে আমি সবাইকে বলবো—শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান, তাদের সম্মান করুন এবং সকল পর্যায়ে ন্যায্যতা নিশ্চিত করুন।"
তাসনিমের এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই বলেছেন, একজন তরুণ নেতা হিসেবে তিনি দেশ ও মানুষের জন্য যে চিন্তা করছেন, তা ভবিষ্যতের নেতৃত্বের প্রতিচ্ছবি।
এই বার্তাটি বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং শ্রমজীবী মানুষসহ সচেতন নাগরিকরা তার বক্তব্যকে যুগোপযোগী ও মানবিক বলে অভিহিত করেছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]