শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে বৈশাখী মেলা বন্ধ, শোভাযাত্রার সীমিত আয়োজন

বরিশালে বৈশাখী মেলা বন্ধ, শোভাযাত্রার সীমিত আয়োজন

ক্রাইম জোন ২৪।। বরিশালে বাংলা নববর্ষ উপলক্ষে এবারের বৈশাখী মেলার আয়োজনের অনুমতি দেবে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নিরাপত্তাজনিত বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে বরিশাল নগরীতে নববর্ষে কোনো ধরনের মেলা আয়োজন করতে দেওয়া হবে না।” প্রতিবছর উদীচী, চাঁদের হাট ও প্লানেট ওয়ার্ল্ডের মতো সাংস্কৃতিক সংগঠনগুলো বিএম স্কুল মাঠ, টিবি হাসপাতাল মাঠ এবং শিশু পার্ক এলাকায় বৈশাখী মেলার আয়োজন করত। তবে এবার সে সুযোগ থাকছে না।

তবে বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা নিয়ে রয়েছে ভিন্ন বার্তা। কমিশনার জানান, “শোভাযাত্রা আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহায়তা প্রদান করা হবে।”

এদিকে বরিশাল চারুকলা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে এবারের শোভাযাত্রার প্রস্তুতি অনেকটাই সীমিত। জনসাধারণের অংশগ্রহণ ও আগ্রহ থাকলে সীমিত পরিসরে শোভাযাত্রার আয়োজন করা হতে পারে।

বরিশালে প্রতিবছরের বৈশাখী মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। এবার মেলা না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button