রাজনীতির বলি জান্নাতুল নওরিন—বাঁচতে চায় একটি জীবন


ক্রাইম জোন ২৪।। গতকাল ৬ এপ্রিল, রোববার সকালে নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা করেন জান্নাতুল নওরিন। দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা এই তরুণী বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বড় বোন ফাতেমা তুজ জোহরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক স্ট্যাটাসে জানিয়েছেন, নওরিনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা ও দীর্ঘদিনের অবহেলা।
“আমি আজ কোনো রাজনৈতিক কর্মীর পরিচয়ে নয়, একজন বড় বোন হিসেবে বোনের হাসপাতালের বেডের পাশে বসে লিখছি,”—এমনটাই লিখেছেন ফাতেমা তুজ জোহরা। তিনি জানান, তাঁর ছোট বোন মানসিকভাবে চূড়ান্ত ভেঙে পড়েছে। ছাত্রলীগের হামলা থেকে শুরু করে রাজনৈতিক চাপ—সব কিছুই মিলে তাকে নিঃশেষ করে দিয়েছে।
তাঁর ভাষ্যমতে, নওরিন বিগত ১৭ বছর ধরে পরিবারের সঙ্গে নানা রাজনৈতিক নির্যাতন, জেল-জুলুম, হুমকি ও অপমান সহ্য করে রাজপথে ছিলেন। কিন্তু ৫ আগস্টের একটি ঘটনার পর থেকে তিনি হতাশ হয়ে পড়েন। এরপর ধীরে ধীরে মনোবল হারাতে শুরু করেন।
স্ট্যাটাসে ফাতেমা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলের নেতারা সুসময়ে কর্মীদের ব্যবহার করেন, আর বিপদে তাদের বেওয়ারিশ বানিয়ে দেন। যেন শিয়াল-কুকুর এসে ছিঁড়ে খেতে পারে।” তিনি জানান, নওরিনের বিরুদ্ধে নানা ধরনের character assassination ও মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছিল, অথচ কেউ পাশে দাঁড়ায়নি।
তিনি আরও লেখেন, “একজন হবু ধর্ষকের পক্ষেও বিবৃতি দেওয়া হয়, অথচ আমার বোনের জন্য একটি বিবৃতি দেয় না কেউ। তাহলে দলের ছাতার মতো নেতারা কোথায়?”
নওরিনের পরিবার এখন শুধু চায় তাঁর নিরাপত্তা। প্রয়োজনে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখবে পরিবার। কিন্তু এই সমাজ, এই কদর্য রাজনীতির বলি করে তাঁকে হারাতে চায় না।
“কর্মী হিসেবে সে হয়তো আপনাদের কাছে অযোগ্য, কিন্তু সন্তানের জায়গায় সে আমাদের কাছে রত্ন,”—এই কথাটি যেন শুধু একটি পরিবারের নয়, এক নিঃশব্দ প্রজন্মের আর্তনাদ।
সূত্র: ফাতেমা তুজ জোহরার ফেসবুক স্ট্যাটাস