শিরোনাম
ঘুষ নেওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তা বরখাস্তহবিগঞ্জে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশওগ্রেপ্তার ৯ শিশুর বিষয়ে তদন্তের নির্দেশরাষ্ট্রের মূলনীতি নিয়ে মতানৈক্য, ৩১ জুলাইয়ের আগেই সিদ্ধান্ত জানাবে কমিশনজুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে: আখতার হোসেনমাদারগঞ্জ মডেল থানার সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরুচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধশেরপুরে বিএনপির সদর উপজেলা ও শহর কমিটি ঘোষণাসিঙ্গিয়া স্টেশনের সব ফ্যান খুলে নিয়ে গেল রেলওয়ের বিদ্যুৎ বিভাগ, দুর্ভোগে যাত্রী-কর্মীরা

ঈদের আগেই ঈদ! বরিশালে রিকশাচালকদের ভাড়া বৃদ্ধির হিড়িক

ঈদের আগেই ঈদ! বরিশালে রিকশাচালকদের ভাড়া বৃদ্ধির হিড়িক

ক্রাইম জোন ২৪।।বরিশালে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রিকশা ভাড়া বেড়ে গেছে আগেভাগেই। সাধারণত ঈদের এক সপ্তাহ আগে থেকে পরিবহন খরচ বাড়তে দেখা যায়, তবে এবার তারও আগে থেকেই রিকশা ভাড়ায় লাগামহীন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

নগরীর বিভিন্ন এলাকায় চলাচলকারী যাত্রীরা অভিযোগ করেছেন, আগে যে ভাড়া ২০ থেকে ২৫ টাকা ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা। বিশেষ করে কদমতলা, নথুল্লাবাদ, চাঁদমারী, বাজার রোড, বগুড়া রোড ও কালীবাড়ি মোড় এলাকায় এ ভাড়া বৃদ্ধি চোখে পড়ার মতো।

একজন চাকরিজীবী বলেন, “আমাদের বেতন তো বাড়ে না, অথচ রিকশাওয়ালারা খুশিমতো ভাড়া নিচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এখন দ্বিগুণ ভাড়া লাগছে।”

রিকশাচালকরা বলছেন, তারা বাধ্য হয়েই বেশি ভাড়া নিচ্ছেন। এক চালকের ভাষ্য, “সব জিনিসের দাম বেড়ে গেছে, খরচও বেশি হচ্ছে। ঈদের আগে আমরা একটু বেশি আয় করতে চাই।”

তবে ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ করেছেন যাত্রীরা। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ঈদের সময় ভাড়া আরও বাড়বে, যা সাধারণ মানুষের জন্য আরও ভোগান্তির কারণ হবে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কি না, তা এখন দেখার বিষয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button