বরিশালে প্রতিবন্ধী নবজাতককে গভীর রাতে সড়কে ফেলে গেলেন স্বজনরা


ক্রাইম জোন ২৪।। বরিশালে কয়েক দিন বয়সী এক প্রতিবন্ধী নবজাতককে গভীর রাতে সড়কে ফেলে রেখে গেছেন স্বজনরা। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ত্রিশ গোডাউনের সিঙ্গারা পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
বর্তমানে শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান জানান, নবজাতকের পাশে একটি তোয়ালে, একটি ঝুড়ি ও বাচ্চাদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটির স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় এক ব্যক্তি, রুহুল আমিন, নবজাতকটিকে প্রথম দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, শিশুটির পিঠ ও পায়ের গঠন দেখে মনে হচ্ছে, সে প্রতিবন্ধী হতে পারে। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
ওসি মিজানুর রহমান আরও জানান, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।