শেখ হাসিনা পরিবারের ৩১ ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ


ক্রাইম জোন ২৪।। দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৩১টি ব্যাংক হিসাবের মোট ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করেছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক জানায়, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “আমরা সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। এরপর যাচাই-বাছাই শেষে ৩১টি ব্যাংক অ্যাকাউন্টের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দুদকের তথ্যমতে, এই অর্থ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের একাধিক হিসাবে জমা ছিল। এর মধ্যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।
শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন।
এটি প্রথম নয়, এর আগে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়েও শেখ হাসিনার পরিবারের ব্যাংক হিসাব তদারকি করা হয়েছিল।
দুদক জানায়, তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সম্পদের উৎস যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।