শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

মেয়েকে উত্ত্যক্তের বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার বাবা

মেয়েকে উত্ত্যক্তের বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার বাবা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্তের বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা

ভুক্তভোগী চরকালেখান ইউনিয়নের বড়কান্দি এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের কালাম ঘরামীর ছেলে নাঈম ঘরামী ও রুস্তুম আলী সরদারের ছেলে খবির সরদারের নেতৃত্বে ৫-৬ জন বখাটে ওই হামলা চালায়।

আহত ব্যক্তি জানান, তার মেয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে টমটম (অটোরিকশা) চালক নাঈম ঘরামী তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।

অপমান সইতে না পেরে খালে ঝাঁপ

গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রীটি তার নানা বাড়ি যাওয়ার পথে মাস্তান বাজার এলাকায় নাঈম ঘরামী পথরোধ করে এবং জোরপূর্বক তার হাত ধরে টানাহেঁচড়া করে। অপমান সইতে না পেরে একপর্যায়ে ছাত্রী পাশের খালে ঝাঁপ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত নাঈম পালিয়ে যায়।

বিকেলেই ভুক্তভোগী পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়ে বিচার দাবি করেন। এরপর সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রীর বাবাকে খুঁজতে বের হয়। ভয়ে তিনি পরদিন শুক্রবার সকালে বিদ্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করেন।

বিচার চাওয়ায় আরও হামলা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্তদের হাজির হতে নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। স্কুল থেকে ফেরার পথে দুপুরে গলইভাঙ্গা স’মিল এলাকায় আনোয়ার মাতুব্বরের ওপর হামলা চালায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রধান শিক্ষক ও পুলিশের প্রতিক্রিয়া

গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, “স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। পরে ছাত্রীর বাবাকে মারধরের ঘটনাও শুনেছি।”

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

4o
আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button