শিরোনাম

বরিশাল থেকে ফিরে তামিম: ‘জীবনে এতো মানুষ দেখিনি’

বরিশাল থেকে ফিরে তামিম: ‘জীবনে এতো মানুষ দেখিনি’

বিপিএল শিরোপা জয়ের পর বরিশালের বেলস পার্কে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন তিনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে বরিশালে পৌঁছান ফরচুন বরিশালের ক্রিকেটাররা। বিমানবন্দরে নামার পরই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। এরপর শহরের বিভিন্ন স্থান ঘুরে বেলস পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।

তবে বিপুল জনসমাগমের কারণে অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে তামিম তার ফেসবুকে লিখেছেন,

“আমার জীবনে আমি এত মানুষ একসঙ্গে দেখিনি। কম হলেও দেড় থেকে দুই লাখ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য। একসময় এমন অবস্থা হয় যে নিরাপত্তা বাহিনী এটাকে নিরাপদ মনে করেনি। আমাদের বাসের ওপর পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল!”

 

বরিশাল থেকে ফিরে তামিম: ‘জীবনে এতো মানুষ দেখিনি’

ফরচুন বরিশালের বিশাল সমর্থন দেখে মুগ্ধ তামিম বলেন,

“আমি অনেক দলে খেলেছি, দেশে-বিদেশে ঘুরেছি, কিন্তু ফরচুন বরিশালের মতো সমর্থক কোথাও দেখিনি। আজকে আপনারা আমাদের যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমাদের দায়িত্ব আরও তিন গুণ বেড়ে গেল। আপনাদের মতো ভক্তদের পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button