শিরোনাম

বরিশালে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৮ লাখ টাকা জরিমানা

বরিশালে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের ৮ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদ।

তিনি জানান, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের টেংরাখালী এলাকায় অভিযান চালিয়ে একটি বড় ট্রলার জব্দ করা হয়েছে, যা অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও ফারুক আহমেদ, যিনি পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম রোধে কঠোর অবস্থানে রয়েছেন।

প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ বিষয়ে ক্রাইম জোন ২৪-এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বরিশালের সর্বশেষ সংবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে ক্রাইম জোন ২৪-এর সঙ্গে থাকুন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button