শিরোনাম
উপদেষ্টারা অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন: সাদিক কায়েমঈশ্বরগঞ্জের মাঠে ফুটবলের স্বপ্ন বুনছেন যুব সাফজয়ী অধিনায়ক আসিফঋণ নিয়ে স্বামীকে বিদেশ পাঠানোর পর পেলেন তালাক ও এনজিওর মামলাজাপার সমাবেশে আসার পথে পুলিশের বাধার অভিযোগহাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু কালচার টেরাবাইট ব্যান্ডউইডথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিনকক্সবাজারে যাত্রীসহ অটোরিকশাকে এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন৫ আগস্ট সারা দেশে গণমিছিল করবে জামায়াতখিলগাঁওয়ের পুরি-শিঙাড়া বিক্রেতাকে তুলে নিয়ে হত্যা করা হয়, অভিযোগ স্বজনদেররাজবাড়ীতে বজ্রপাতে নিহত ২

বাঘায় খেলা নিয়ে সংঘর্ষ, ১৫ জন আহত

বাঘায় খেলা নিয়ে সংঘর্ষ, ১৫ জন আহত

রাজশাহীর বাঘায় একই দিন একই সময়ে ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হন ১৫ জন। তাঁদের মধ্যে একজন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। উপজেলার বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (১৩ জুন) এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাঠটিতে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দারা। অপর দিকে একই মাঠে বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামের বাসিন্দারা। একই দিন ও একই সময়ে ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়েরা মাঠে নামলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ আহত হয়। গুরুতর আহত ৭ জনকে উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আহতদের মধ্যে রানা আলী নামের একজন আইসিইউতে আছেন।

রানার চাচাতো ভাই রিংকু আহম্মেদ বলেন, রানা আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আজ রানার বাবা রুস্তুম আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button